Search This Blog

Sunday, 17 September 2023

USP Pendrive এ MAC এর OS পেন্ড্রাইভে বার্ণ করার নিয়ম।

 MAC এর OS পেন্ড্রাইভে বার্ণ করার জন্য প্রথমে আপনি আপনার কম্পিউটারে RUN অপশনে গিয়ে CMD কে এ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করে নিচের কমান্ড গুলো লিখতে হবে।

 

 diskpart

list disk

select disk "X" (এখানে আপনার পেনড্রাইভ টি যদি Disk 0 হয় তাহলে আপনাকে Disk 0 সিলেক্ট করতে হবে। যদি Disk 1 হয় তাহলে আপনাকে Disk 1 সিলেক্ট করতে হবে)...

clean

 convert gpt

create partition primary

 কাজের সুবিধার্থে নিচে ছবি দেয়া হলো...


 

এর পর  https://www.acutesystems.com/ বা অন্য কোন ফ্রী সাইট থেকে TransMac সফটওয়্যার টি ডাউনলোড করে নিবেন।

সেটাপ করে নিবেন ইন্সট্রাশন অনুযায়ী। এর পর TransMac সফটওয়্যার টি যেখানে MAC এর OS টি দেখাতে বলবে সেখানে দেখিয়ে দিতে হবে। এবং পেন্ড্রাইভ টি কে পিসিতে ইনসার্ট করে নিয়ে TransMac সফটওয়্যার টি যেখানে  পেন্ড্রাইভ দেখাতে হবে, সেখানে গিয়ে পেন্ড্রাইভ টি সিলেক্ট করে দিতে হবে।


Friday, 14 April 2023

ইংরেজী লিখার সময় বানান ভুল না হওয়ার ট্রিক্স।

বানান সঠিক করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করতে পারেন।

ধাপ ১ঃ যে কোন ব্রাউজারে গিয়ে সার্চ করুন quillbot লিখে।

ধাপ ২ঃ তার পর প্রথম লিংকে গিয়ে একটা ড্যাসবোর্ড পাবেন।

ধাপ ৩ঃ এখানে লগ ইন করে নিবেন।

ধাপ ৪ঃ Paraphraser অপশনে যাবেন।

ধাপ ৫ঃ এরপর যে ড্যাসবোর্ড আসবে, সেখানে আপনার ভুল লিখাটা পেষ্ট করে দিন।

ধাপ ৬ঃ নিচের Paraphraser অপশনে ক্লিক করলে আপনার লিখার সব ভুল ও গ্রামারটিক্যাল ভুল সংশোধন করে দিবে।

ধাপ ৭ঃ এখানে উপরে Modes-এ আরো অনেক অপশন আছে, আপনি প্রয়োজন অনুযায়ী সিলিক্ট করে নিতে পারেন।



এইটাকে যদি জি-মেইলে এ্যাড করতে চান। তাহলে নিচের ধাপ গুলো অনুসরন করতে পারেন।

ধাপ ১ঃ যে কোন ব্রাউজারের Extensions & Themes অপশনে যাবেন।

ধাপ ২ঃ Quillbot: AI Writing and Grammar Checker Tool- এ এক্সটেনশন টি এ্যাড করে নিবেন।

ধাপ ৩ঃ এবার ব্রাউজারটি রিস্টার্ট দিয়ে জি-মেইলে চলে যাবেন। এবং  সেখানে আপনার ভুল লিখাটা পেষ্ট করে দিন।

 ধাপ ৪ঃ নিচে ডান দিকে পালকের মত একটা অপশন থাকবে, সেটাতে ক্লিক করে দিলে আপনার লিখার সব ভুল ও গ্রামারটিক্যাল ভুল সংশোধন করে দিবে। উপরে বাম পাশে কলমের সেম্বলে ক্লিক করলে এখানে অনেক অপশন পাবেন। সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় লিখাটা সিলেক্ট করে নিতে পারেন।



Thanks & Regards

Mahmudul Hasan Bhuyan (BulBul).

Asst. Manager-BOE (IT).

Barind Media Ltd.

Concern of Renaissance Group

13th Floor, Ahmed Tower, 28 & 30, Kemal Ataturk Avenue, Banani, Dhaka-1213

Phone : 01722762200

E-mail: mahmudul.bulbul@renaissance.com.bd, mahmudul.bulbul@duronto.tv

P Please do not print this email unless it is absolutely necessary. "Spread Environmental Awareness”


Server 2016 Activation

Go to start menu. search control Panel. run as administrator. Type slmgr -rearm Now press enter. Restart your PC. Below Picture's for re...